হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হাকিমপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত সহকারী পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই ) ১১ টায় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার তার কার্যালয়ে হাকিমপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ্।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, হাকিমপুর উপজেলায় বসবাসরত সকলের জন্য আইনশৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি বজায় রেখে মানবিক পুলিশ হিসেবে কাজ করতে চাই। পাশাপাশি সড়ক দুর্ঘটনা, মাদক চোরাচালান, অনলাইন জুয়া’সহ বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, হাকিমপুরের নিরাপত্তার স্বার্থে বিট পুলিশদের সাথে বসে পরিকল্পনা করে হাকিমপুর কে এগিয়ে নিতে কাজ করবে বলে সাংবাদিকদের জানান নবাগতা সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ্।
এ সময় উপস্থিত ছিলেন- হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দুলাল হোসেন পিপিএম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, এসআই হামিদুল ইসলাম, এসআই আরিফ হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, যমুনা টিভির হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির, একুশে টিভির হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুল, সময় টিভির হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, মাছরাঙ্গা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী, ইনডিপেন্ডেট টিভির হিলি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, আর টিভির হিলি প্রতিনিধি আঃ আজিজ, এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা, গ্লোবাল টিভির হিলি প্রতিনিধি লুৎফর রহমান, একাত্তর টিভির হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম।
এছাড়া আরও ছিলেন- সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম রব্বানী, �
সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে