• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

যশোর জেলা শার্শায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৩
রবিবার, ৭ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

শ্রেণিকক্ষে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা । * লেখপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশেরও পর্যাপ্ত সুযোগ প্রদানের খেয়াল রাখা । * নিয়মিতভাবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্তৃক গল্প, আবৃত্তি, ছবি আঁকা, গান, নাচ, অভিনয় সহ নানা সাংস্কৃতিক কর্মকান্ড চর্চার সুযোগ প্রদান করা ইত্যাদী বিষয়ের উপর শিক্ষকদের করনীয় সম্পর্কে যশোর জেলার শার্শায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার(৬ জুলাই) বিকাল ৩টায় যশোর জেলা অডিটোরিয়াম,শার্শায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-শার্শা উপজেলার নির্বাহী অফিসার-নয়ন কুমার রাজবংশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

শার্শা উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সকল শিক্ষকবৃন্দ এতে অংশ নেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন-ওয়ালিয়ার রহমান।

প্রস্তাবনা বক্তব্য দেন-
শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি-ইজ্জত আলী,সাধারণ সম্পাদক-ওসমান গনি মুকুল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য কয়েকজন শিক্ষককে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন,শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃমনিরুজ্জামান,বেনাপোল থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত,শার্শা উপজেলা শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,সহ শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরও সংবাদ

জরুরি হটলাইন