• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

তৃণমূলে যুবদলের কমিটি বাতিল

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৫
বুধবার, ১০ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গত ১৩ জুন জাতীয়তাবাদী যুবদলের (টুকু-মুন্না) নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করার পর সেই থেকে ৮ জুলাইয়ের মধ্যে জেলা ও মহানগরের অধীনস্থ ঘোষিত সকল পর্যায়ের ইউনিট (উপজেলা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড)-সমূহ বাতিল করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন কালবেলাকে বলেন, ১৩ জুন যুবদলের আগের কমিটি বিলুপ্তির পর থেকে নতুন কমিটি গঠন পর্যন্ত অনেকগুলো জেলায় থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। সেজন্যই উক্ত সময়ের মধ্যে গঠিত ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন