• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

কোটা পুনর্বহালের দাবিতে ঢাবিতে বিক্ষোভ করছেন ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থীরা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৬
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
কোটা পুনর্বহালের দাবিতে ঢাবিতে বিক্ষোভ করছেন ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থীরা। প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু জাতিসত্তার জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন ঢাকাস্থ জুম্ম শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়র ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিক্ষোভ শুরু করেন তারা।

এদিকে কোটাব্যবস্থা সংস্কারের একদফা দাবি এবং দেশের বিভিন্ন জায়গায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল পাঁচটার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা দুপুরের পর থেকে মধুর ক্যানটিনে জড়ো হচ্ছেন। সেখানে ছাত্রলীগের শীর্ষ নেতাদেরও আসার কথা রয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানায় ছাত্রলীগ।


আরও সংবাদ

জরুরি হটলাইন