শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর কাঠেরপুল মাতুয়াইল ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, বিকেলে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। তখন খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো প্যান্ট।
এসআই আরও জানান, ওই কিশোর দুয়েকদিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মারা গেছে তা জানার চেষ্টা চলছে।