• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে পুকুরে ভাসছিল কিশোরের মরদেহ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৪
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর কাঠেরপুল মাতুয়াইল ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, বিকেলে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। তখন খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো প্যান্ট।
 
এসআই আরও জানান, ওই কিশোর দুয়েকদিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মারা গেছে তা জানার চেষ্টা চলছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন