যশোরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, চার জোড়া হ্যান্ডকাপ, একটি শটগানের গুলি, ১২টি গুলির খোসা, ৫টি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল ও আরও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে যশোর ডিবি পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।
আটক দুর্জয় বাবু ঘোষ যশোর শহরের এইচএমএম রোডের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে। যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম হাওলাদার জানান, বাবু ঘোষ নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে আর্থিক সুবিধা নিচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর থেকে ওয়াকিটকি, হ্যান্ডকাপ, গুলি, গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান ডিবি ইন্সপেক্টর।