• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

যাত্রীর ব্যাগে মিললো ৮ কেজি জর্দা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮১
শনিবার, ১৩ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী এক যাত্রীর লাগেজ থেকে ৮ কেজি জর্দা ও ৫ কাটুর্ন বেনসন সিগারেট জব্দ করেছে এপিবিএন এর ইন্টেলিজেন্স টিম। শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. লিয়াকত আলী (৬২) নামের এক যাত্রীর ব্যাগ থেকে এই সিগারেট ও জর্দা উদ্ধার করা হয়। নিয়মবর্হিভূতভাবে তিনি এগুলো বাংলাদেশ বিমানের (বিজি-২০১)  ফ্লাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এপিবিএন ৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জের বাসিন্দা মো. লিয়াকত আলী বাংলাদেশ বিমানের (বিজি-২০১) ফ্লাইটে ম্যানচেস্টার যাওয়ার জন্য ওসমানী বিমানবন্দরে প্রবেশ করেন। বিমানবন্দরে প্রবেশের পরই তার গতিবিধি সন্দেহজনক মনে হয় এপিবিএন ইন্টেলিজেন্স টিমের। বিষয়টি বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন’র পুলিশ পরিদর্শক এস এম আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার মনজুরুল আলমকে অবগত করেন। পরে বিমানবন্দও কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় মো. লিয়াকত আলীর লাগেজ স্ক্যান করে ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দা পাওয়া যায়। জব্দকৃত সিগারেট ও মমো জর্দার মূল্য প্রায় ২৪ হাজার টাকা।


আরও সংবাদ

জরুরি হটলাইন