• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

গাংনীতে সড়কে ডাকতি, নগদ টাকা ও মালামাল ছিনতাই

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭১
রবিবার, ১৪ জুলাই, ২০২৪
ছবি: প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ-বারাদি সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে মাছ ব্যবসায়ীদের আটক রেখে নগদ টাকা ও পাখিভ্যান ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।

জানা গেছে, হাড়িয়াদহ গ্রামের জিয়ারুল ইসলাম গাংনী হাট থেকে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ওই সড়কের সরোয়ার হোসেনের ইটভাটার কাছে পৌঁছলে অস্ত্রধারী কয়েকজন ডাকাত পথরোধ করে তার হাত-পা ও চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে।

পরে প্রায় দু’ঘণ্টা ধরে ডাকাতদল সড়কে চলাচলকারীদের কাছ থেকে টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। যাওয়ার সময় জিয়ারুলের ব্যাটারি চালিত পাখি ভ্যানটি নিয়ে যায়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চল


আরও সংবাদ

জরুরি হটলাইন