সারাদেশে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন ১০ মিনিট স্কুলের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আইমান সাদিক। শনিবার (১৩ জুলাই) রাতে কোটা সংস্কার চেয়ে নিজের ফেসবুক পেইজে পোস্ট দেন তিনি।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।
