• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

কোটা সংস্কারের পক্ষে আইমান সাদিক, পোস্টে যা জানালেন

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮১
রবিবার, ১৪ জুলাই, ২০২৪
আইমান সাদিক
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সারাদেশে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন ১০ মিনিট স্কুলের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আইমান সাদিক। শনিবার (১৩ জুলাই) রাতে কোটা সংস্কার চেয়ে নিজের ফেসবুক পেইজে পোস্ট দেন তিনি।

সারাদেশে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন ১০ মিনিট স্কুলের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আইমান সাদিক। শনিবার (১৩ জুলাই) রাতে কোটা সংস্কার চেয়ে নিজের ফেসবুক পেইজে পোস্ট দেন তিনি।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

 

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট।

এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাবি, জবি, রাবি, সাত কলেজসহ দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

 

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন