ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত শারীরিক গড়ন নিয়ে কম কটাক্ষের শিকার হননি। তার বিয়ের পূর্ববর্তী অনুষ্ঠান থেকে বিয়ের সব আয়োজনের ছবি প্রকাশ্যে আসতেই বিভিন্নভাবে তিনি কটাক্ষের শিকার হয়েছেন।
শুধু তা-ই নয়, রাধিকা মার্চেন্টকেও ‘গোল্ড ডিগার’ বলে আক্রমণ করা হয়েছে কয়েকবার। এবার অনন্ত-রাধিকার রিসেপশনে যোগ দিয়ে তাদের পাশে দাঁড়ালেন টালিউডর অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
আম্বানি পরিবারের রিসেপশনে গিয়ে অনন্ত-রাধিকার সঙ্গে ছবি তুলেছেন রুক্মিণী। সেই ছবি শেয়ার করেই ভালোবাসার বার্তা দিয়েছেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণী লেখেন, ‘সত্যিকারের ভালোবাসা কখনো অন্ধ হয় না। বরং জীবনে চলার পথকে নতুনভাবে আলোকিত করে। আর আমরা অনন্ত-রাধিকার মুখের হাসি দেখে সেটারই সাক্ষী থাকলাম। আরও একবার নবদম্পতিকে শুভেচ্ছা, ভালোবাসা।’
আম্বানিদের রোববারের অনুষ্ঠানে লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছে টালিউড তারকারা। কেউ খাঁটি বাঙালিয়ানা পোশাকে কেউ বা আবার পশ্চিমা পোশাকে রূপের আভা ছড়িয়েছেন।
বিয়ের অনুষ্ঠানে গতকাল টালিউড থেকে আরও গিয়েছিলেন রিয়া সেন, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ।
শোবিজ, রাজনীতি, ব্যবসায়জগৎসহ বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে গত ১২ জুলাই অনন্ত-রাধিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
রাজকীয় এ বিয়ের অনুষ্ঠান মুগ্ধ হয়ে দেখেছে বিশ্ববাসী। বিয়ের দিন অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করতে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার বধূবরণের অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে