• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

মিরপুরে বিইউবিটি ও বাংলা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৭
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে কোটাবিরোধী আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটি ও বাংলা কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

পুলিশ জানায়, এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী বেলা ১২টার পর থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। তাদের সড়ক অবরোধের কারণে মিরপুর ১০ নম্বর এলাকায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বলেন, মিরপুর ১০ নম্বরে দুপুর ১২টার পর থেকে বিইউবিটি ও বাংলা কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন রয়েছে। এই মুহূর্তে মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

 

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন