• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

জবিতে লাঠিসোঁটা নিয়ে কোটা আন্দোলনকারীদের অবস্থান

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৭
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
জবির প্রধান ফটকের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে স্ট্যাম্প, লাঠি নিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আন্দোলনে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উদ্দেশে দুপুট ২টা ৪৫ মিনিটের দিকে বাসযোগে ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

তবে আন্দোলকারী শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় পুরান ঢাকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের সামনে শোডাউন দিতে দেখা যায়।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন