• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

মাদক ব্যবসা না করায় যুবককে বেধড়ক পেটালেন ইউপি চেয়ারম্যান

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৩
বুধবার, ১৭ জুলাই, ২০২৪
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে মাসুদ নামের এক যুবককে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুলাই) উপজেলার বৈদ্যেরবাজার ইউপির মামরকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রহিমা বেগম সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত ২২ এপ্রিল একটি অভিযোগ করেন ভুক্তভোগী মাসুদ (২৬)। ফলে অভিযুক্ত চেয়ারম্যান আল-আমিন সরকার ক্ষতি করার চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে চেয়ারম্যানের নেতৃত্বে ৪/৫ জন স্থানীয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে মাসুদকে। এ সময় তার মা ও বোনরা খবর শুনে এগিয়ে গেলে চেয়ারম্যান তাদের শ্লীলতাহানি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মাসুদ বলেন, চেয়ারম্যান আমাকে মাদক বিক্রি করার সিন্ডিকেটে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু আমি মাদক বিক্রি করতে অস্বীকৃতি জানাই। এর ধারাবাহিকতায় আমাকে হত্যার উদ্দেশ্যে তার সন্ত্রাসীবাহিনী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার বলেন , এ ব্যাপারে পরে কথা হবে। আমি একটি সালিশে আছি।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই পঙ্কজ কান্তি সরকার বলেন, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন