• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

বেনাপোল ইউনিয়ন পরিষদের সব সম্পত্তি পৌরসভার অনুকূলে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৬০
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন -বেনাপোল পৌরসভা যশোর জেলার শার্শা উপজেলার একটি “ক” শ্রেণীর পৌরসভা। ২০০৬ সালের ৫ জানুয়ারী বেনাপোল পৌরসভা গঠিত হয় এবং একই বছরের ১৬ এপ্রিল কার্যক্রম শুরু করে। ২০১০ সালে পৌরসভাকে ‘গ’ শ্রেনী হতে ‘খ’ শ্রেনীতে উন্নীত করা হয়। পরের বছরই ২০১১ সালে পৌরসভাটি ‘ক’ শ্রেণীতে উন্নীত করা হয়।
এর মোট আয়তন ১৭.৪০ বর্গকিমি (৬.৭২ বর্গমাইল), মোট জনসংখ্যা ৯৪,৩০০। বর্তমান পৌর মেয়র হিসেবে দায়িত্বভার পালণ করে আসছেন মোঃ নাসির উদ্দিন। তিনি ২০২৩ সালের ১৭ জুলাই পৌর পরিষদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন। একাধারে তিনি পৌর আ.লীগ শাখা’র সাধারণ সম্পাদক।

নির্বাচনে প্রতিশ্রুতি মোতাবেক বেনাপোলকে “রোল মডেল” হিসেবে গড়ে তুলতে মেয়র,মো. নাসির উদ্দিন ব্যপক উন্নয়ণের কাজ হাতে নিয়েছেন। পাশাপাশি পৌরসভার আয়তনাধীন পর দখলে থাকা স্থাবর-অস্থাবর সব সম্পত্তি একে একে পৌর অনুকূলে আনার চেষ্টা চালিয়ে চলেছেন। ইতোমধ্যে তিনি পৌর এলাকায় দখল করে থাকা বেনাপোল ইউনিয়ন পরিষদের পুরাতন ভবণ সহ স্থাবর-অস্থাবর সব সম্পত্তি পৌরসভার অনুকূলে আনতে সক্ষম হয়েছেন।

এ সম্পর্কে বেনাপোল পৌরসভা সূত্রে জানা গেছে,বেনাপোল পৌরসভা গঠিত হওয়ার পর থেকে ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদ পৌরসভার অভ্যন্তরে তাদের সেবা প্রদান এবং গোপণে পৌর এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স,নাগরিক ও জন্ম সনদ প্রদান,পৌর ডিজিটাল সেবাসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখায় পৌরসভার রাজস্ব আদায়,বিচার কার্যক্রম সহ অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে পৌরসভার সাথে ইউনিয়ন পরিষদের সাংঘর্ষিক রুপ নিচ্ছে।

এমন অবস্থার পরিপ্রেক্ষিতে মেয়র মো.নাসির উদ্দিন গত মে মাসের ২৬ তারিখে বেনাপোল ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন সহ স্থাবর-অস্থাবর সব সম্পত্তি পৌর সভার অনুকূলে আনতে স্থানীয় সরকার মন্ত্রনালয় বরাবর একটি স্মারক লিপি পেশ করেন। মন্ত্রনালয় বিষয়টি আমলে নিয়ে, স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১৫ ধারা অনুযায়ী পৌর এলাকায় অবস্থিত ইউনিয়ন পরিষদ ভবন সহ স্থাবর-অস্থাবর সব সম্পত্তি পৌরসভার অনুকূলে হস্তান্তরের বিধান রয়েছে মর্মে একটি আদেশ নামা জারী করে,যা যশোর জেলা প্রশাসককে অবহিত করে নির্দেশনা জারী করা হয়।

সেই মর্মে, যশোর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা’র সহকারী কমিশনার সুমাইয়া জাহান ঝুরকা গত জুন মাসের ০৩ তারিখের এক স্বাক্ষরে দখলমুক্ত করতে বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করে একটি নির্দেশনা পত্র জারী করে। যার ফলশ্রুতিতে বেনাপোল ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন এবং স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বেনাপোল পৌরসভার অনুকূলে চলে আসে।

বর্তমানে ঐ ভবনটি বেনাপোল পৌরসভার ২য় কার্যালয় হিসেবে অফিসকার্য পরিচালিত হচ্ছে। প্রাইমারী ভাবে প্যানেল মেয়র-১ মোছা.কামরুন্নাহার আন্না(মহিলা কাউন্সিলর-৭,৮ এবং ৯ নং ওয়ার্ড) এর তত্বাবধানে সেখানে স্বাস্থ্য সেবা,লাইসেন্স প্রদান,নাগরিকত্ব এবং বিভিন্ন প্রত্যায়ণ পত্র প্রদান কার্যক্রম চালু করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন