• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৪
সোমবার, ২৯ জুলাই, ২০২৪
হাইকোর্ট।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টায় শুনানি হওয়ার কথা রয়েছে। তবে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই রিট আবেদন না শুনলেও অন্য বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৫ জুলাইয়ে পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবর্ষণ ও সহিংসতায় ১৪৭ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের ছয় সমন্বয়ক তাদের সমস্ত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে আন্দোলনকারীদের অপর একটি অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য, রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন।

তারা ছয়জনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ‘নিরাপত্তা হেফাজত’ রয়েছেন। সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়ে শোনান।

তবে ওই ছয় সমন্বয়কের দেওয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের।

রোববার রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেইসঙ্গে নতুন কর্মসূচি হিসেবে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন।

 

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে  চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন