• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

এক ঘন্টা আগে৩০ ঘণ্টা ধরে ‘নিখোঁজ’ সমন্বয়ক আরিফ সোহেল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৬
সোমবার, ২৯ জুলাই, ২০২৪
সমন্বয়ক আরিফ সোহেল
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

গত শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাকধারী আট-নয়জনের একটি দল আরিফ সোহেলকে তুলে নিয়ে যায়। এসময় তারা নিজেকের সিআইডি ও ডিবি পুলিশের পরিচয় দিয়েছিল বলে জানাচ্ছে পরিবার।

রোববার সকালে তার পরিবার ডিবি কার্যালয়ে গেলেও সেখান থেকে জানানো হয় আরিফ সোহেল তাদের কাছে নেই।ঢাকার গোয়েন্দা পুলিশের ‘হেফাজতে’ থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছয় জন যে ভিডিও বার্তা দিয়েছিলেন সেখানেও আরিফকে দেখা যায়নি।মি. সোহেলের বড় ভাই মোহাম্মদ আলী জুয়েল জানান, “ভাইয়াকে যখন ভোর রাতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল তাকে বাসায় পৌঁছে দিয়ে যাবে। কিন্তু তখনই তার ফোন নিয়ে নেয়। আমরা ফোনেও তাকে পাইনি। ডিবি কার্যালয়ও বলছে নেই। ওর ব্যাপারে কোন তথ্য পাইনি।”

আরিফ সোহেলকে আটকের বিষয়টি সাভারের আশুলিয়া থানা থেকেও এখনো নিশ্চিত করা যায়নি।

সারাদিনের সর্বশেষ খবর পেতে  চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন