• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৫
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশ বরেণ্য সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বরেণ্য এ সংগীতশিল্পীর মৃত্যুতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, জুয়েলের মতো গুণীশিল্পীর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এর আগে দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এ সংগীতশিল্পী।


আরও সংবাদ

জরুরি হটলাইন