• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

সহিংসতায় আহতদের দেখতে সোহরাওয়ার্দী মেডিকেলে প্রধানমন্ত্রী

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৯
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
সহিংসতা চলাকালে গুলিতে আহত মকবুল মডেল স্কুল উত্তরার দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. কাউসারকে আদর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। এরপর আহতদের সম্পর্কে খোঁজখবর নেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

হামলার নৃশংসতার কথা শুনে এবং আহতদের শরীরে আঘাতের তীব্রতা দেখে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক ডা. মো. শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এর আগে গত শনিবার (২৭ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরও আগে গত শুক্রবার (২৬ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


আরও সংবাদ

জরুরি হটলাইন