রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকরা অংশগ্রহণ করে সংহতি জানিয়েছেন।
আজ বুধবার (৩১ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে দোয়েল চত্বর হয়ে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের দিকে আসতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কর্মসূচির শুরু থেকেই সাদা দলের শিক্ষকদের অংশ নিতে দেখা যায়।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টা থেকেই আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে আসতে থাকে। এসময় শিশু একাডেমির সামনে বেরিকেট দেয় পুলিশ। একপর্যায়ে পৌনে একটার দিকে দুইজন শিক্ষার্থীকে আটক করে প্রিজনভ্যানে তোলে পুলিশ। পরে আইনজীবী শিক্ষক, অভিভাবক ও মানবাধিকার কর্মীরা পুলিশের গাড়ি আটকে আটককৃত দুজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে পুলিশের বাধায় হাইকোর্ট এলাকায় ঢুকতে না পেরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথমে দোয়েল চত্বর ও এরপর সোয়া ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করতে দেখা যায়।
এর আগে গতকাল (৩০ জুলাই) আজকের এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে। ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণ ও জজকোর্ট প্রাঙ্গণে জমায়েত হবে। এর বাইরে প্রতিটি ক্যাম্পাস এবং রাজপথে আপনারা নিজেদের সুবিধামতো স্থান এবং সময়ে কর্মসূচি পালন করবেন।
তিনি আরও বলেন, আমরা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।
পুরো কর্মসূচিজুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ড. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মুহা. মিজানুর রহমান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ও অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা, বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ ও অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী, চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের অধ্যাপক দেবাশীষ পাল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, বোটানি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম ও অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলছানী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক ড. আশেকুল আলম রানা ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিনসহ আরও অনেককেই দেখা যায়।
এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কামরুল হাসান, সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুল আলম এবং পরিবেশ ও ভুগোল বিভাগের অধ্যাপক নুরুল ইসলামসহ কয়েকজন বিএনপিপন্থী শিক্ষক ঢাবি সাদা দলের সঙ্গে যোগ দেন।