• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

আন্দোলনকারীদের সঙ্গে বারবার আলোচনা করেছি : শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯৮
বুধবার, ৩১ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কার আন্দোলনে যারা আলোচনায় বসেছিল (আন্দোলনকারী) তাদের সঙ্গে বারবার আলোচনা করেছি এবং তাদের দাবি মেনে নিয়েছি বলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন আন্দোলনকারীরা যারা আলোচনায় বসেছিল তাদের সঙ্গে বারবার আলোচনা করেছি এবং তাদের দাবি মেনে নিয়েছি। দাবি মানব কী- যেটা আমিই বাতিল করে দিয়েছি। এটাতো আমারই (কোটা বাতিলের প্রজ্ঞাপন) ইস্যু করা।

সরকারপ্রধান আরও বলেন কোটার ইস্যুটি আপিল করা হয় আপিল বিভাগে এবং সেখানে হাইকোর্টের রায় (কোটা বাতিলের প্রজ্ঞাপন বাতিল) স্থগিত করে দিয়ে আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজেই কোটা না থাকায় আমার জারি করা প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। পরে আপিল বিভাগ থেকে সেটার রায়ও দিয়ে দেওয়া হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ অনুষ্ঠানে দেশের মৎস্য খাতের উন্নয়নের ওপর একটি প্রামান্য চিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে জেলেদের মধ্যে স্মার্ট আইডি কার্ডও বিতরণ করেন।

২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি মৎস্য চাষে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রধানমন্ত্রীকেও অনুষ্ঠানে স্বর্ণপদক প্রদান করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর পুরস্কার প্রদান পর্বটি সঞ্চালনা করেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন