ছাত্র-জনতার রক্তস্নাত একটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু কিছু স্থানে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও লুটপাটের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
তিনি নৈরাজ্যকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নৈরাজ্য এবং লুটপাটের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক কোনো ছাড় পাবে না। এদের প্রত্যেককে আইনে এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় তিনি এসব কথা বলেন। ভাসানী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সভায় উপস্থিত ছিলেন মহানগর, থানা এবং ওয়ার্ডের নেতারা।
রফিকুল আলম মজনু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতা, দলীয় নেতাকর্মী, দেশবাসীকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করার অনুরোধ জানিয়েছেন। সেইসঙ্গে ভাঙচুর, দখল, লুটপাট-ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ এবং সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এসব ঘটনায় কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তানভির আহমেদ রবিন বলেন, কিছু দুষ্কৃতকারী কিংবা ফ্যাসিবাদের দোসরদের কারণে অর্জিত বিজয়কে ম্লান হতে দেওয়া যাবে না।
সভার শুরুতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিগত ১৮ বছরের শহীদ বিএনপির নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলিতে শহীদ শত শত ছাত্র, সাধারণ মানুষ, শিশু, কিশোরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।