• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

চাঁদাবাজি বন্ধে মাঠে নেমেছেন ইমাম-মোয়াজ্জিনরা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭২
রবিবার, ১১ অগাস্ট, ২০২৪
পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদাবাজি, দখল, বাস যাত্রী হয়রানি বন্ধে উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতি নেতারা। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদাবাজি, দখল, বাসযাত্রী হয়রানি বন্ধ করতে মাঠে নেমেছে উপজেলা ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতি নেতারা। রোববার (১১ আগস্ট) সকালে পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা থেকে ফেরিঘাট এলাকায় উপজেলা ইমাম-মোয়াজ্জিনরা ঘুরে ঘুরে সবাইকে সচেতন করেন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান, কলাপাড়া উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা প্রভাষক মাসুম বিল্লাহ রুমী, সাধারন সম্পাদক মাওলানা ফেরদাউসুল হক গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সহসভাপতি ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার প্রমুখ।

এ সময় কলাপাড়ায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা প্রভাষক মাসুম বিল্লাহ রুমী সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।


আরও সংবাদ

জরুরি হটলাইন