• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬০
শনিবার, ১৭ অগাস্ট, ২০২৪
গণনা চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কঠোর নিরাপত্তায় খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টায় মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। পরে বস্তায় ভরে মসজিদের ২য় তলায় মেঝেতে ঢেলে সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে গণনা কার্যক্রম।

জেলা প্রশাসনের তথ্য মতে, ৩ মাস ২৬ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। যেখানে ১২ জন ম্যাজিস্ট্রেট, ১৫ জন পুলিশ সদস্য ৯ জন আনসার সদস্য, ৭০ জন ব্যাংক কর্মকর্তা ও ৩০ জন সেনা দস্য উপস্থিত ছিলেন। গণনা কাজে ২৪৫ মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। দিনভর গণনা শেষে রাতে মোট টাকার পরিমাণ জানা যাবে।

পাগলা মসজিদে দান করলে মনের বাসনা পূর্ণ হয় এই আশা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এখানে দান করে থাকেন।

সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্স থেকে ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়। যা এ যাবতকালের সব রেকর্ডকে ছাড়িয়ে যায়। গণনায় ৯৮ মাদ্রাসার ছাত্র, ৯ শিক্ষক, ৭০ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও ১০ আনসার সদস্য অংশগ্রহণ করেন। দিনভর গণনা শেষে রাত ২টায় দানের পরিমাণ জানা যাবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন