• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

শেষ দিনে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৭৫
রবিবার, ২৫ অগাস্ট, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জয় আছে বেশ কয়েকটি বড় দেশের বিপক্ষে তবে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩ দেখায় কোন জয় নেই টাইগারদের। এর মধ্যে ১২টি টেস্টই হারতে হয়েছে তবে ১৪ নম্বর টেস্টে এসে দিগন্তে জয় দেখছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিন রোমাঞ্চ নিয়ে এসেছে। সাকিব-মিরাজের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ৯ রান দূরে বাবর-রিজওয়ানরা।

বাংলাদেশ পিন্ডি টেস্টে দারুণ বোলিংয়ের মাধ্যমে পাকিস্তানকে চাপে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। টেস্টের পঞ্চম দিনে বাবর আজমের মতো বড় ব্যাটারদের দ্রুত ফেরানোয় বাংলাদেশ এগিয়ে আছে।

পঞ্চম দিনের সকালে বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ দ্বিতীয় ওভারেই শান মাসুদকে আউট করেন। যদিও প্রথমে আম্পায়ার আউট দেননি তবে রিভিউ নিয়ে আউটের সিদ্ধান্ত নিশ্চিত করে বাংলাদেশ।

এরপর শরীফুল ইসলামের বলে বাবর আজমের কঠিন ক্যাচ ফেলেন লিটন দাস যা দিয়ে পাকিস্তানের সবচেয়ে বড় ব্যাটিং অস্ত্রকে আরও একবার জীবনদান করা হয়।

তবে বাবরের সেই জীবন বেশিক্ষণ টিকেনি। নাহিদ রানার বলে বোল্ড হয়ে তিনি ২২ রানে আউট হন। এতে প্রথম ইনিংসে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ইনিংসে খুব একটা প্রভাব ফেলতে পারেননি বাবর। তার বিদায় ঘটার পরের ওভারেই সাকিব আল হাসানের বলে সৌদ শাকিল স্টাম্পড হয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন।

তখন পাকিস্তান ৬৭ রানে ৪ উইকেট হারায়। তবে এরপর মনে হচ্ছিল রিজওয়ান ও আবদুল্লাহ শফিক ম্যাচে পাকিস্তানকে ফেরত আনবে। দুই ব্যাটারের ৩৭ রানের জুটি ভাঙেন সাকিব। তার বলে ৩৭ রানে আউট হয়ে ফেরেন শফিক।

পরের ওভারেই মিরাজের বলে ডাক মারেন সালমান আঘা। প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১০৮ রান। ফলে তারা এখনও বাংলাদেশের প্রথম ইনিংসের থেকে রানে পিছিয়ে আছে।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে তবে বাংলাদেশ সেই স্কোর পেরিয়ে ৫৬৫ রান তোলে। এতে বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয় যা তাদেরকে শক্ত অবস্থানে নিয়ে যায়। এই অবস্থায় ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশকেই বলা যায়, এখন দেখা যাক কাঙ্খিত সেই প্রথম জয়ের দেখা টাইগাররা পায় কি না।


আরও সংবাদ

জরুরি হটলাইন