জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ কেউ বলছেন, বন্যায় ভাসছি- আবার এখন নির্বাচনের দরকার কী?
একইসঙ্গে তিনি বলেন, কিছু মানুষ আছে, কিছু দল আছে, বিএনপির সঙ্গে থাকলেও ১৯টা সিট পায়। আর বিএনপি থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায়। তারা ভোটে তো ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছু না।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি হয়।
দুদু বলেন, ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে- এটা তার জানা নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে। এজন্য আমাদের ভালোবাসার এই সরকারকে বলব, মানুষের ভোটাধিকারটা দেন- যাতে মানুষ ভোটটা দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারে।
এ সময় দখলবাজ-চাঁদাবাজদের ‘দুষ্কৃতকারী’ অভিহিত করে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রতিরোধের আহ্বান জানান এই বিএনপি নেতা।
বিএনপিসহ বিরোধী দলের আড়াই লাখ মামলার অধীনে ৬০ লাখ আসামি আছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, যার মধ্যে খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘মিথ্যা’ মামলা রয়েছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে।
এদিকে অনেক নেতাকর্মী জেলে আছে, যাবজ্জীবন। কেউ ফাঁসির অর্ডার নিয়ে জেলে আছে, তারা এখনো মুক্তি পায়নি। এদের মামলা যতক্ষণ প্রত্যাহার না হবে, এদের মুক্তি যতক্ষণ না হবে, ততক্ষণ ধরেই নিতে হয়- এই সরকার বড় দাগের কোনো কাজ এখনো সম্পন্ন করতে পারেনি।
সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেনে হৃদয়ের সঞ্চালনায় এতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মো. নেসারুল হক, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য দেন।