• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

বগুড়ায় গণপিটুনিতে হত্যায় দুই মামলা, আটক ১

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৩৮
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
কাহালু থানা। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বগুড়ার কাহালুতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে একজন নিহত হওয়ার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলার শিবাকলমা গ্রামে আতা বাহিনীর লোকজন ফনিন্দ্র চন্দ্র সরকারের বাড়িতে গিয়ে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় দাবি করা চাঁদা না দেওয়ায় ফনিন্দ্রকে মারপিট শুরু করলে তাকে উদ্ধারে শাখা চন্দ্র এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে আতা বাহিনী। এই খবর পেয়ে গ্রামের লোকজন একত্রিত হয়ে আতা বাহিনীর সদস্য রাকিবকে (২৪) গণপিটুনি দিলে তিনি ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় ফনিন্দ্র চন্দ্র বাদী হয়ে গত শনিবার থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করলে ওই মামলায় রোববার রাতে নিতাই চন্দ্র (২৬) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়। নিতাই শিবাকলমা গ্রামের লঙ্কেশ্বরের ছেলে। অপরদিকে নিহত রাকিবের বোন শামসুন্নাহার বাদি হয়ে গত রোববার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা দুটির বিষয়ে  নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শাহীনুজ্জামান শাহীন।


আরও সংবাদ

জরুরি হটলাইন