বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে আজও গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। ভারতীয় কর্মকর্তাদের ছাঁটাই, দৈনিক হাজিরার শ্রমিকদের মাসিক বেতনে উন্নতি করাসহ ৯ দফা দাবিতে নয়নপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি সিরামিক্স কারখানা শ্রমিকরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে ফটকের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের সৃষ্টি হয়েছে তারপর যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও জনসাধারণকে। পুলিশ বলছে, শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা এবং বুঝিয়ে মহাসড়ক থেকে ছড়িয়ে নেয়ার চেষ্টা চলছে।
অপর দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ট্রান্সকম বেভারেজ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ২০ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো মূল ফটকের সামনে বিক্ষোভ করে।
খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান।
গাজীপুর শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার জানান, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের শ্রমিকরা ২০ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে কারখানাটির মূল ফটকের সামনে আন্দোলন করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে শ্রমিকদের সমস্যাটি সমাধান করার আহ্বান জানিয়েছি।