• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

ইউক্রেনের লিভিভে রুশ বিমান হামলায় নিহত ৩

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৯
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: রয়টার্স
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে রাশিয়ার বিমান হামলায় তিনজন নিহত এবং  ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া এই হামলায় শহরের কেন্দ্রস্থলের ঐতিহাসিক ভবন ধ্বংস হয়েছে।  খবর রয়টার্সের।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, রাশিয়ার ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে লিভিভে নিহতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী মেয়ে ছিল। আহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে।

লিভিভ শহরের মেয়র অ্যান্ড্রি সাদোভিই বলেছেন, নিহতদের মধ্যে আরেকজন নার্স ও একজন পুরুষ রয়েছে। এ ছাড়া ৩৫ জন মানুষ চিকিৎসা গ্রহণ করেছেন।

এর আগে ইউক্রেনের পোলটাভায় একটি মিলিটারি ইনস্টিটিউটে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ৫০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এই বছরের সবচেয়ে ভয়াবহ হামলার পরের দিনই আবার বুধবার (৪ সেপ্টেম্বর) লিভিভে এই হামলা হলো।

তার আগে গত সোমবার (২ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ বিধ্বস্ত হওয়া ছাড়াও দুজন মানুষ আহত হন।

এ ছাড়া খারকিভ শহরে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত ৪১ জন আহত হওয়ার খবর দেন স্থানীয় কর্মকর্তারা। ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলেহ শিনেহুবভ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। মস্কো শহরের ‘বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একচেটিয়া’ হামলা চালাচ্ছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন