• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৯
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর। ছবি: সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কারওয়ান বাজারে পেট্রোবাংলায় অফিসে ভাঙচুর চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা। এসময় আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘটে এই ঘটনা।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলার রিসিপশনের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এর পৌনে এক ঘণ্টা পর তারা তিতাস গ্যাসে ফিরে যান।

পেট্রোবাংলার কর্মীরা জানিয়েছেন, তিতাসে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ নিয়োগের প্রতিবাদে এই হামলা করা হয়। তিনি সৎ ও দক্ষ হিসেবে সবার কাছে পরিচিত। যা তিতাস গ্যাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য শঙ্কার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, তিতাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী তারা এটাকে মানতে পারছে না। তাই ভাঙচুর চালিয়েছে। জড়িতদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।


আরও সংবাদ

জরুরি হটলাইন