• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে অচলাবস্থা, অন্তত চারজনের মৃত্যু

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৫
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ের চিত্র। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে আকস্মিক বন্যা এবং অন্যান্য কারণে ট্র্যাফিক সিগনাল সিস্টেম ও গাড়ি বিকল হয়ে জট লেগেছে সড়ক-মহাসড়কে। প্রতিদিন শহরের লক্ষাধিক বাসিন্দা যে ট্রেন ব্যবহার করেন; তাও চলাচলে বিঘ্ন ঘটছে। এতে প্রায় অচলাবস্থায় শহরটি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রয়টার্স জানিয়েছে, প্রবল বৃষ্টিজনিত ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জটিল পরিস্থিতিতে বৃহস্পতিবার স্কুল-কলেজ বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের কিছু অংশে প্রায় ২৭৫ মিলিমিটার (১১ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও বাড়ার আশঙ্কায় মুম্বাইয়ে রেড এলার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অফিস। তারা বাসিন্দাদের যথাসম্ভব ঘরে থাকার আহ্বান জানিয়েছে এবং মাছধরা ট্রলার উপকূলে নোঙর করে জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ড্রোন ফুটেজে দেখা গেছে, মহাসড়কগুলোতে গাড়ির জট। কিছু গাড়িতে চালক এখনও অবস্থান করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় রয়েছেন। অন্যরা হতাশ হয়ে গাড়ি ফেলে চলে গেছেন। অন্যদিকে ট্রেন স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ঘরমুখী মানুষ।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে মৌসুমী বৃষ্টি সাধারণত জুন মাসে শুরু হয় এবং ১৭ সেপ্টেম্বরের মধ্যে কমতে থাকে। কিন্তু এই বছর বৃষ্টিপাত অব্যাহত ছিল। যদিও এই সপ্তাহের শুরুতে দেশের উত্তর-পশ্চিম দিকে বৃষ্টিপাত কমতে থাকে কিন্তু অন্যান্য অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। এতে জলাধারগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ফসলের ক্ষেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে নতুন করে বৃহস্পতিবারও দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


আরও সংবাদ

জরুরি হটলাইন