• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

যশোরের বেনাপোল সীমান্তে ০৩ রাউন্ড গুলি সহ ০টি দেশী পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮১
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ০৩ রাউন্ড গুলি সহ ০১টি দেশী পিস্তল উদ্ধার করেছে ৪৯,ব্যাটেলিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-“দীর্ঘদিন যাবত স্বর্ণ, অস্ত্র, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার অবৈধ মালামাল নিয়মিতভাবে আটক করা হচ্ছে। এ প্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি’র বিজিবি সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর মাঠপাড়া পাকা রাস্তা এলাকায় গমন করলে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে একজন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান তল্লাশী করে ০১ টি দেশী পিস্তল (ডাবল রাউন গান দেশী কাট্টা ৮ এমএম) এবং ০৩ রাউন্ড (০.৫ মিঃ মিঃ) গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া দেশী পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এর মাধ্যমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন