মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার
যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বসতপুর মাঠপাড়া গ্রাম হতে ১২৮ বোতল ফেন্সিডিল সহ মো.মেহেদী হাসান(৩২),মো.জুয়েল রানা(২১) ও মো.সাকিব হোসেন(১৯) নামের ০৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৬,যশোর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী অধিনায়ক ফ্লা.লে. মো.রাসেল এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-“এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে”।
“এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর ২০২৪ ইং তারিখ দিনগত রাত আনুমানিক ১৯.২০ ঘটিকায় র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন বাগআচড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ বসতপুর মাঠপাড়া গ্রামে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান সরবরাহের জন্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-৬, যশোর এর উক্ত আভিযানিক দল বাগআচড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বসতপুর মাঠপাড়া সাকিনস্থ জনৈক লালটুমিয়ার দুই তলা বসত বাড়ির সামনে সাতমাইল থেকে গোগা গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একই তারিখ রাত ১৯.৫০ ঘটিকায় মাদক ব্যবসায়ী আসামী (১) মোঃ মেহেদী হাসান (৩২), পিতা- হাবিবুর রহমান, সাং- জয়পুর (মোহনপুর), থানা- মনিরামপুর, জেলা- যশোর, (২) মোঃ জুয়েল রানা (২১), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং- অগ্রভুলাট (ইউপি গোগা), থানা- শার্শা, জেলা-যশোর ও (৩) মোঃ সাকিব হোসেন (১৯), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান নেদা, সাং- খড়িডাঙ্গা , থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদের’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে তল্লাশীকালে তাদের দেখানো ও সনাক্ত মতে ১নং ও ২নং আসামীদ্বয়ের হাতে থাকা বাজারের ব্যাগের মধ্য হইতে মোট ১২৮ (একশত আঠাশ) বোতল ফেনসিডিল ও ০৪ (চার) টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৩,৮৪,০০০/- (তিন লক্ষ চুরাশি হাজার টাকা মাত্র)।
“আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক বিক্রেতা। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ/বিক্রয় করে আসছিল। তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানা যায়।
আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।