স্থানীয় প্রতিনিধি,জামালপুর জেলা।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বি এন পি কোন দিকে ধাবিত হচ্ছে এটা নিয়ে উদ্দিগ্ন দলীয় নেতা-কর্মীদের মাঝে।ধানের শীষ প্রতীক একটি হলেও এই উপজেলায় বি এন পি তিন ভাগে বিভক্ত হয়েছে।গ্রুপিং রাজনীতির উচ্চলেভেলে অবস্থান করছে এই উপজেলা বিএনপি।
★মাদারগঞ্জ উপজেলা বি এন পি যুগ্ন আহবায়ক জনাব এডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খানের নেতৃত্বে একাংশ রয়েছেন যারা দলের দু:সময়ে পাশে ছিলেন,নির্যাতিত নিপীড়ন, মামলা হামলার শিকার হয়েছেন তারা।
★মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ৩নং গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নানের নেতৃত্বে রয়েছেন একাংশ যারা দলের সুসময়ে পাশে এসেছে,পকেট কমিটির বাণিজ্য করেছে,আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে নতুন ভাবে দলীয় হয়েছেন সেসব নেতাকর্মী।
★সাবেক মাদারগঞ্জ উপজেলা বি এন পির সভাপতি ও দীর্ঘ ৮বছর পর দেশে ফেরত নেতা জনাব ফাইজুর রহমান লাঞ্জু সাহেবের নেতৃত্বে প্রবীন কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও আওয়ামী সন্ত্রাসীদের বি এন পি নামে পরিচিতি পাওয়া লোকজন নিয়ে।
সাধারণ মানুষের একটি প্রশ্ন?
কাদের উপর ভরসা করবে তারা।দীর্ঘদিন ধরে ছিলো সৈরাচারের অত্যাচার আর এখন দেশ স্বাধীন হলেও এই গ্রুপিং রাজনীতির অত্যাচার।
কোথায় যাবে তারা।
কি হতে চলেছে আগামীতে?কোন পথে যাবে এই উপজেলা বিএনপি।