কাইয়ুম খান, স্টাফ রিপোর্টার, খুলনা ।
৪/১২/২৪ইং
খুলনা জেলার খান জাহান আলী ও ফুলতলা থানায় ৪ টি অবৈধ ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা ও স্কেভেটর দিয়ে ইটভাটা আংশিক ভেঙ্গে দিয়েছে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমান আদালত।
অধিদপ্তর সূত্রে জানা যায় আজ ৪ ডিসেম্বর খুলনা জেলার ফুলতলা উপজেলায় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে আলকা এলাকায়-০৩টি অবৈধ ইটভাটা এবং খানজাহান আলী থানার গিলাতলা এলাকায় ০১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নিউ সুপার ব্রিকস, আলকা, ফুলতলা, খুলনাকে ১ লক্ষ টাকা, সুপার ব্রিকস, মধ্য আলকা, ফুলতলা, খুলনাকে ১ লক্ষ টাকা, বেস্ট ব্রিকস, আলকা, ফুলতলা, খুলনাকে ১ লক্ষ টাকা এবং হোসেন ব্রিকস, গিলাতলা, শিরোমনি, খুলনাকে ১ লক্ষ টাকাসহ মোট ০৪টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে এবং স্কেভেটর দিয়ে ইটভাটা আংশিক ভেঙ্গে দেয়। পরিবেশ সুরক্ষায় খুলনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর ।