রাজশাহীর পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫০০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন। বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম।
কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে দুই কেজি করে হাইব্রিড বোরো ধানবীজ বিতরণ করা হচ্ছে। এ বছর লাল তীর হাইব্রিড টিয়া এইচটিএম-৭০৭ ও সুপার হাইব্রিড এসএল-৮ এইচ জাতের উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, এ ধানের চারা ২১ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক দিলে বিঘাপ্রতি ফলন প্রায় ৩৫ থেকে ৩৬ মণ আশা করা যায়।
তিনি আরও জানান, ২০২৩-২৪ অর্থবছরে ৩ হাজার ৫০০ কৃষককে হাইব্রিড বীজ বিনামূল্যে দেওয়া হয়েছিল। এতে ৪৬৭ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ বেড়েছিল এবং ২ হাজার ৭১৮ টন চাল উৎপাদন বেড়েছিল।