• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

দীর্ঘ এক যুগ পর মোড়লগঞ্জে বিজয় মিছিল করেছে বিএনপি 

HM Hakim / ৩৬
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
oplus_2
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আব্দুল হাকিম, স্টাফ রিপোর্টার।

 

সোমবার (১৬ ডিসেম্বর)   দীর্ঘ এক যুগ পর মোড়লগঞ্জে   বিজয় মিছিল বের করে তারা। মোড়লগঞ্জ পৌরসভার পৌরপারের সামনে থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে নব্বই রশি বাসস্ট্যান্ড বালির রাস্তার মোড় গিয়ে মোরেলগঞ্জ বাসির উদ্দেশ্যে এক বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় বিজয় মিছিল ।নেতাকর্মীদের নিয়ে এই বিশাল বিজয় মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি বাগেরহাট-৪ মোড়লগঞ্জ ও শরণখোলার মাটি মানুষের নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

 

পরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল এবং কম্বল দিয়ে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান।

 

পরে এক সমাবেশে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ‘বিএনপিকে নিয়ে এখনও নানা যড়যন্ত্র হচ্ছে। কিন্তু বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

 

তিনি আর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে বিএনপি দেশকে এগিয়ে নেয়ার সংগ্রাম চালিয়ে যাবে। কারণ, দেশের সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তন কেবলমাত্র বিএনপিই করেছে। আর তা সম্ভব হয়েছে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য।

 

এসময় মহান মুক্তিযুদ্ধে এবং ২৪ এর জুলাই বিপ্লবে অংশ নেয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কাজী খায়রুজ্জামান শিপন।

 

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক শহিদুল হক বাবুল , সদস্য সচিব আব্দুর জব্বার মোল্লা, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফকির রাসেল আল ইসলাম , উপজেলা মহিলা দলের সভানেত্রী সাহিন ফেরদৌসী হ্যাপি সহ যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ আরও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন।

 

#বিএনপি#ছাত্রদল#যুবদল#

 


আরও সংবাদ

জরুরি হটলাইন