• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

শুভ বড়দিন  উপলক্ষে ২৫ ডিসেম্বর বন্ধ খাকবে আমদানি-রপ্তানী

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার
মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার / ৬৯
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

 

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ ২৫ ডিসেম্বর রোজ বুধবার। এই দিনে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। অন্যান্য দেশের মত বাংলাদেশেও এ দিনটিকে সরকারী ছুটি হিসেবে ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানী বন্ধ থাকবে। তবে,পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ(ওসি-১) মো. আহসানুল কাদের ভূঁইয়া।

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও এদিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে।


আরও সংবাদ

জরুরি হটলাইন