• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৫৯
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গাজীপুরের কাপাসিয়ায় পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কান্দানিয়া গ্রামে ও সোমবার বিকেলে উপজেলার টোক নয়ন বাজারে এ দুর্ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি  প্রতিদিন খবর কে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের অটোরিকশাচালক বেলায়েত হোসেন মোড়ল (৩০) ও উপজেলার বিবাদিয়া গ্রামের আটোরিকশাচালক মোস্তফা কামাল (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন ও সোমবার বিকেলে উপজেলার টোক নয়ন বাজারে ট্টলি-অটোরিকশার সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

কাপাসিয়া থানার এসআই সোহাগ হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন