আঃ হাকিম, বিভাগীয় প্রতিনিধি,খুলনা।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর নেতৃত্বে, শ্যামনগর উপজেলায় অবস্থিত মেসার্স হক ব্রিকস ১ ও মেসার্স হক ব্রিকস ২ কে পরিবেশগত ছাড়পত্রের শর্তাবলী প্রতিপালন না করে, ইট ভাটায় জ্বালানি হিসেবে তুষ কাঠ ও টায়ারের কালি ব্যবহার করার অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরিচালিত ভ্রাম্যমান আদালত ইট ভাটা দুটিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। এছাড়া পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। অভিযানে শ্যামনগর থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
সরদার শরিফুল ইসলাম আরো জানান, ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যতীত কাট, বাসের মোথা, তুসকাঠ, টায়ারের কালি বা অন্য কোন কিছু ব্যবহার করা যাবে না।পরিবেশ সুরক্ষা / বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।