মো.নাজমুল হাসান (ফুলবাড়ী কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়িতে গত কয়েকদিন ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে এই এলাকার নিম্নআয়ের মানুষ। গত চার পাঁচ দিন দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সূর্যের দেখা না মেলায় ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে গেছে এ অঞ্চলে। বিশেষ করে জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এসব অঞ্চলের শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামের কৃষক সেই শিপিন চন্দ্র সেন বলেন, গত পাঁচ দিন থেকে খুব ঠান্ডা। জমিতে কাজ করতে কষ্ট হচ্ছে,,, ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। পাঁচ দিন ধরে সূর্যেরও মুখ দেখা যাচ্ছে না।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। কম্বল বিতরণ করা হয়েছে।