• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে রোজগারের চেষ্টা করেছেন : শফিকুল আলম

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৩৫
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয়-রোজগারের চেষ্টা করেছেন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকে সাংবাদিকদের নেতা হয়েছেন কিন্তু তারা সাংবাদিকদের কল্যাণে কতটা কাজ করেছেন তা জাতি দেখেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রাপ্তি অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন।

শফিকুল আলম বলেন, মাহফুজ উল্লাহ বাংলাদেশের সাংবাদিকতা অনন্য। মাহফুজ উল্লাহ ভাই যে শ্রম দিয়েছেন, যেই সময়ে খালেদা জিয়ার বক্তব্য ছাপার কারণে বিএনপির অ্যাক্টিভিস্টদের অ্যারেস্ট করা হয়েছে। উনি খালেদা জিয়ার জীবনের সেই সময়ে লিখেছেন। খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলে মন্তব্য করেছিলেন। তার সেই দূরদর্শিতা ছিল। তবে তিনি সেটা দেখে যেতে পারেননি।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা ফলস হিরোদের ওয়ার্কশপ করি, ফলস হিরো খুঁজি। প্রকৃতপক্ষে মাহফুজ উল্লাহ ভাইরা হিরো। ওনাদের লেখা আমাদের সারাজীবন পথ নির্দেশনা দিবে। তার বিচিত্রা লেখা ওনার সাংবাদিকতার লেখা এবং তার টকশোতে আমরা যা এখনো পাই, যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য নির্দেশক। বাংলাদেশে আরও অনেক মাহফুজুল্লাহ দরকার।


আরও সংবাদ

জরুরি হটলাইন