মোঃ সফিক
২৫ ফেব্রুয়ারি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ বাগেরহাট ও কাস্টমস এক্সাইজ সাইজ ভ্যাট বিভাগ গোপালগঞ্জ ২টি পৃথক অভিযান পরিচালনা করে । উক্ত অভিযানে বাগেরহাটে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২ হাজার শলাকা বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট ও গোপালগঞ্জের বেদে পট্টি বরকত স্টোর থেকে ৬ হাজার ৮ শত শলাকা বিভিন্ন ব্রান্ডের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করে । অবৈধ বিদেশী সিগারেট মজুদ ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে গোপালগঞ্জ ও বাগেরহাটে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধ বিদেশি সিগারেট বিক্রি বন্ধে কাস্টমসের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে কাস্টমস সূত্র নিশ্চিত করে ।