• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

কালুখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী)
রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী) / ৯০
রবিবার, ২ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রতন মাহমুদ, জেলা প্রতিনিধি (রাজবাড়ী):

রাজবাড়ীর কালুখালী থেকে জলি আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবাসী স্বামী মোঃ জহিরুল ইসলামের (বাবু) সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের। শনিবার (২ মার্চ) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রবাসী মোঃ জহিরুল ইসলামের সাথে জলি আক্তারের ৬/৭ বছর আগে বিয়ে হয়। তাদের ৩/৪ বছর বয়সের একটি সন্তান ও আছে। দুই থেকে তিন বছর আগে মোঃ জহিরুল ইসলাম প্রবাসে পাড়ি দেয়। রবিবার ভোর রাতে সাহরীর খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯ টার দিকে তার শ্বাশুড়ি ঘুম থেকে ডাক দিয়ে কোন সারা শব্দ না পেলে আশপাশের লোক ডাকাডাকি করেন। পরে প্রতিবেশিরা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করলে জলিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখা পায়। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম মোল্লা বলেন, গত কাল রাতে বাড়িতে জহিরুল ইসলামের (বাবু) মা ও স্ত্রী জলি আক্তার ছিলেন। গত কয়েকদিন যাবত জহিরুল ইসলামের সাথে স্ত্রী জলি আক্তার যোগাযোগ বন্ধ ছিলো। ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে ঝগড়ার জের ধরে জলি আক্তার আত্মহত্যা করেছে। 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।  


আরও সংবাদ

জরুরি হটলাইন