• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে সাংগঠনিক সম্পাদক নিহত।

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৬
শনিবার, ৮ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

শেখ রাকিব।

চুয়াডাঙ্গা(০৮-০৩-২৫) চুয়াডাঙ্গায় টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে দু গ্রুপের সংঘর্ষে তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক (৪৮)নিহত হয়েছে। আজ ৮ মার্চ শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিক তিতুদহ গ্রামের রহিম মল্লিকের ছেলে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ মাঝের পাড়ার মরহুম রহিম মল্লিকের ছেলে নিহতের সহদর শফিকুল ইসলাম(৫০),একই গ্রামের পশ্চিম পাড়ার মরহুম জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম(৫০),হুলিয়ামারি তিতুদহ গ্রামের সাব্বত মন্ডলের ছেলে আয়নাল মন্ডল(৫৫)ও তিতুদহ গ্রামের আবু বক্করের ছেলে আব্দুল আলিম(৫৫)।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিতুদহ বিএনপির ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইসমাইল জানায়, প্রশাসক দু গ্রুপের লোকজনের সমাধান করার জন্য পরিষদে মিমাংসার জন্য আসতে বলেন। কিন্ত ইউনিয়ন পরিষদে আসার আগে ইউনিয়ন সভাপতি মিলন ,টোটন, সাগর, আকাশও মিন্টুর নেতৃত্বে চাইনিজ কুড়াল দিয়ে রফিকের উপর হামলা করে । ঘটনা স্থলে রফিক নিহত হয় । আরও ৪ জন আহত হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন