• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

জামালপুর ৩আসনে বি এন পির চূরান্ত মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান বাবুল।

Asif Billah Anik
Asif Billah Anik / ৫৯
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আজ রাত আনুমানিক ১২.৩০মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির গুলসান কার্যালয়ে, বিএনপির মহা সচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ মিডিয়া কনফারেন্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আগামী সংসদ নির্বাচনে তাদের ৩০০আসনের মাঝে ২০৬টি আসনের চূরান্ত প্রার্থীতা ঘোষণা করেন।৯৪টি আসন সংরক্ষিত জোট সংগঠন গুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

এই চূড়ান্ত প্রার্থীদের মাঝে জামালপুর ৩আসনের ধানের শীষের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জনাব মোস্তাফিজুর রহমান বাবুল মনোনীত হয়েছেন।জামালপুর ৩আসন মেলান্দহ মাদারগঞ্জ দুটি উপজেলা নিয়ে।এই দুটি উপজেলার মানুষের অনেকদিনের প্রাণের দাবী ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান বাবুল। উনি এমন একজন ব্যাক্তি যাকে দুই উপজেলার সাধারণ জনগণ খুব ভালোবাসেন।

এই ঘোষণাটি হওয়ার পর পর এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলায়।সাধারণ জনগণ বলেন- আমাগো ডাক আল্লাহ শুনছে,আল্লাহর কাছে হাত জোর কইরা দোয়া করি বাবুল নেতা যেনো আমাদের জন্য সবসময় থাকে।


আরও সংবাদ

জরুরি হটলাইন