• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

খুলনায় পরিবেশ অধিদপ্তরের পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান

HM Hakim / ৩
বুধবার, ১২ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আঃ হাকিম বিশেষ প্রতিনিধি

১০ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম এর নেতৃত্বে পৃথক ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয় । উক্ত অভিযানে লবণচরা এলাকা থেকে ২৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ২৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় হয় । একই এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে ১ টি গাড়ি থেকে ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং ১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। রুপসা ব্রিজ সংলগ্ন এলাকায় নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের দায়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর ১১ নং ধারায় বালু পরিবহনকারী ১টি ট্রাককে ৫ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয় । অভিযান সমূহে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সরকারি পরিচালক পারভেজ আহমেদ, পরিদর্শক মারুফ বিল্লাহ আইন-শৃঙ্খলা রক্ষায় খুলনা জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন । পরিবেশ সুরক্ষায় অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ।


আরও সংবাদ

জরুরি হটলাইন