শেখ রাকিব।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শতাধিক ছাত্রজনতার অংশগ্রহণে এই ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়। এতে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, অনুষ্ঠানে বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরাও যোগ দেন।
গণ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজীব, মাহবুবুর রহমান আকাশ, ফাহিম আহম্মেদ, প্লাবন, তাসলিম আল মাহম্মদ, নুসরাত জাহান রোজা, সিরাজুম মুনিরা, তাসনিয়া আফসিনসহ আরও অনেকে।
সারাদেশে ধর্ষণ ও সংগঠিত অপরাধের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় সাধারণ ছাত্রজনতার বিক্ষোভ।
দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী সহিংসতার দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে চুয়াডাঙ্গায় সাধারণ শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা বিক্ষোভ করেছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসিতে” স্লোগান তুলে ধরেন এবং সারাদেশে সংঘটিত ধর্ষণ ও অন্যান্য অপরাধের দ্রুত বিচারের দাবি জানান।
মানববন্ধনে চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিক্ষোভে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান আকাশ, ফাহিম আহম্মেদ, প্লাবন, তাসলিম আল মাহম্মদ, নুসরাত জাহান রোজা, সিরাজুম মুনিরা, তাসনিয়া আফসিনসহ আরও অনেকে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, যদি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা বলেন, “গত বছর এই ইফতার আয়োজনেও স্বৈরাচারীদের বাধার মুখে পড়তে হয়েছিল। আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি, কিন্তু এখনো আদর্শিক বাংলাদেশ গড়তে পারিনি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তারা আরও বলেন, “ভবিষ্যতে বেকারত্ব দূর করে সুশাসন নিশ্চিত করতে হবে, যাতে দেশ এগিয়ে যেতে পারে।”
গণ ইফতার শেষে শিক্ষার্থীরা বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।