রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের সর্বস্তরের তাওহীদি জনতা।
আজ শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাম্প্রতিক বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে উপমহাদেশে প্রখ্যাত আলেম আল্লামা আতহার আলী (রহ.)কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে কিশোরগঞ্জসহ সারাদেশের তাওহীদি জনতা ক্ষোভে ফুঁসে ওঠে। ফজলুর রহমানের এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মুসল্লীগণ।
এসময় তাওহীদি জনতা স্লোগান দেয়, কাউয়া গেছে যেই পথে, ফজলু যাবে সেই পথে। ফজলু তুমি কুয়ার ব্যাঙ নাচতে গেলে ভাঙবে ঠ্যাং। ফ্যাসীবাদের মুখের বুলি, এই বঙ্গে চলবে না ইত্যাদি স্লোগান দেয়।
উপস্থিত ছিলেন মাওলানা মাযহার শাহ,
মাওলানা আনযার শাহ, মুফতি রহমতুল্লাহ, মাওলানা সিরাজুল হুদা, মাওলানা নাজিমুদ্দিন, হাফেজ মাওলানা ইকরাম হোসেন, মাওলানা আশরাফ আলী সোহান, মাওলানা অভি চৌধুরী, মাওলানা মাসুদুল হাসান, মাওলানা আশরাফুল ইসলাম নাদিম সহ জামিয়ার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।