• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

গনঅধিকার পরিষদের ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীদের হামলা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৫০
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রুবেল হোসাইন , কিশোরগঞ্জ প্রতিনিধি :

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলের ব্যানারে আগুন ও নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগ ওঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলায় বাজরা বাজারে এ ঘটনা ঘটে। এসময় উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস ডি হৃদয় ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদকে মারধরেরও অভিযোগ ওঠেছে।

কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাবেক আহবায়ক সুমন তালুকদার জানান, আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে কুলিয়ারচর উপজেলায় বাজরা বাজারে গণঅধিকার পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজন চলাকালে হঠাৎ কুলিয়ারচর পৌরসভার ৮ নং ওয়ার্ড সভাপতি মানিক ভূইয়ার নেতৃত্বে ইফতার মাহফিলে অতর্কিত হামলা করে স্থানীয় বিএনপির সমর্থকরা। এসময় বাধা দিতে গেলে কুলিয়ারচর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস ডি হৃদয় ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদকে মারধর করে। হামলা চালানোর সময় বিএনপি নেতা মানিক ভূইয়া বলেন এই কুলিয়ারচরে বিএনপির রাজনীতির বাহিরে কারও রাজনীতি চলবে না।

এই বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আমাদের নেতাকর্মীরা বিষয়টি আমাকে অবহিত করার পর পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি।ওনি বিষয়টা দেখবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আমরা বিগত সময়ে ইফতার মাহফিলে করতে গেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করতো এখন আওয়ামী লীগের সেই ভূমিকা কি বিএনপি পালন করছে! বিএনপি গত ১৫ বছর জুলুমের শিকার হয়েছে এখন যদি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে দুঃখজনক। বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি বিএনপির নেতাকর্মীদের সেই বিষয়টি অনুধাবন করতে হবে এবং আওয়ামী লীগের নির্মম পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।

তিনি আরও জানান, এ ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইফতার মাহফিল চলে।

এ বিষয়ে কথা বলার জন্য কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 


আরও সংবাদ

জরুরি হটলাইন