• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৭
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মেহেদী হাসান, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬টায় উপজেলার সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সূর্যোদয়ের সাথে সাথে শহিদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি, সকাল সাড়ে ৬টায় উপজেলার খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাণীশংকৈল প্রেসক্লাব, রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি সম্মান জানান।
সকাল ৯টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন— থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি মাওলানা রজব আলী,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম ও বিদেশি চন্দ্র রায়, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, গণমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার দেয়া হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন